ইভিএম নিয়ে অভিযোগ শফি চৌধুরীর

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২১
০২:৩৯ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০২:৫৩ অপরাহ্ন



ইভিএম নিয়ে অভিযোগ শফি চৌধুরীর

সিলেট-৩ উপনির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ চলছে। ইভিএমের মাধ্যমে অনেক ভোটারই সুষ্ঠুভাবে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ করেছেন সিলেট-৩ আসনের সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরী অভিযাগ করেছেন।

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে ভোট কেন্দ্র পরিদর্শনের সময়  সাংবাদিকদের কাছে এমন অভিযোগ করে বলেন, ‘ভোটের আগে ইভিএম নিয়ে ভোটার ও নির্বাচনী কর্মকর্তাদের আরও প্রশিক্ষণের প্রয়োজন ছিল।’

বিএনপির বহিষ্কৃত কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘মানুষ ইভিএম পদ্ধতিতে ভোট দিয়ে অভ্যস্ত নয় এখনও।’ তিনি নিজেও জানতেন না ইভিএমের মাধ্যমে কিভাবে ভোট দিতে হয় এমন মন্তব্য করে এই প্রার্থী বলেন, ‘এছাড়া নির্বাচনের দায়িত্বে থাকা অনেক পোলিং কর্মকর্তাদেরও ইভিএম সম্পর্কে তেমন ধারণা নেই।’

নারী ভোটাররা ইভিএম পদ্ধতিতে ভোট দিতে এসে সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন মন্তব্য করে শফি আহমেদ চৌধুরী বলেন, ‘নারী ভোটাররা কেন্দ্রে গিয়ে ব্যালট খুঁজছেন। ইভিএম পদ্ধতি সম্পর্কে তারা কিছুই জানে না। তাই অনেকে সুষ্ঠুভাবে ভোটও দিতে পারছেন না।’

তবে নির্বাচনের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশের পাশাপাশি জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন শফি জানান, নির্বাচনে যারাই প্রতিদ্বন্দ্বিতা করেন তারা সবাই জয়ের ব্যাপারে আশাবাদী থাকেন। তিনিও একইভাবে আশাবাদী।

আওয়ামী লীগের মাহমুদুস সামাদ চৌধুরীর মৃত্যুতে শূন্য এই আসনের এই উপনির্বাচনে সাবেক সাংসদ ও স্বতন্ত্র প্রার্থী শফি আহমেদ চৌধুরীর সাথে প্রতিদ্বন্দ্বিতা করছেন, আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হাবিবুর রহমান হাবিব, জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের আতিকুর রহমান আতিক এবং বাংলাদেশ কংগ্রেসের জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


এএফ/০৭