বালাগঞ্জের অধিকাংশ কেন্দ্রে ভোটশূন্য দুই প্রার্থী

বালাগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ০৪, ২০২১
০৭:০১ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
০৭:১৯ অপরাহ্ন



বালাগঞ্জের অধিকাংশ কেন্দ্রে ভোটশূন্য দুই প্রার্থী

সিলেট-৩ আসনের উপনির্বাচনে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। শনিবার (৪ সেপ্টেম্বর) সকাল থেকে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই নিরুত্তাপ শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বালাগঞ্জ উপজেলায় মোট ভোটার ৮৬ হাজার ৮৩৪ জন। সন্ধ্যা ৬টায় বেসরকারিভাবে প্রাপ্ত ফলাফল অনুযায়ী বালাগঞ্জের ৩৪টি কেন্দ্রের মধ্যে আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব নৌকা প্রতীকে পেয়েছেন ২৪ হাজার ৭৫৪ ভোট, জাতীয় পার্টির প্রার্থী আতিকুর রহমান আতিক লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৩ হাজার ১৬০ ভোট, বিএনপি থেকে বহিষ্কৃত সাবেক সাংসদ স্বতন্ত্র প্রার্থী শফি আহমদ চৌধুরী মোটরগাড়ি প্রতীকে পেয়েছেন ৭১ ভোট ও বাংলাদেশ কংগ্রেসের প্রার্থী জুনায়েদ মোহাম্মদ মিয়া ডাব প্রতীকে পেয়েছেন ৩৮ ভোট। এর মধ্যে ২০টি কেন্দ্রে শফি আহমদ চৌধুরীর মোটরগাড়ি প্রতীক ও ২৪টি কেন্দ্রে জুনায়েদ মোহাম্মদ মিয়ার ডাব প্রতীকে কোনো ভোট পড়েনি।


এসএ/আরআর-০১