কোন উপজেলায় কার কত ভোট

নিজস্ব প্রতিবেদক


সেপ্টেম্বর ০৪, ২০২১
১০:৩৫ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ০৪, ২০২১
১০:৩৫ অপরাহ্ন



কোন উপজেলায় কার কত ভোট

সিলেট-৩ আসনের উপনির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী হাবিবুর রহমান হাবিব। 

আজ শনিবার (৪ সেপ্টেম্বর) রাত জেলা প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম।

সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসন। এর মধ্যে ফেঞ্চুগঞ্জ উপজেলার ৩৬ কেন্দ্রে নৌকা পেয়েছে ২১ হাজার ৮৯৭ ভোট, লাঙ্গল ৪ হাজার ৭৮৩ ভোট, মোটর গাড়ি ৩৯৩ ভোট এবং ডাব পেয়েছে ১২৮ ভোট। 

বালাগঞ্জের ৩৪ কেন্দ্রে নৌকা ২৪ হাজার ২৭৩ ভোট, লাঙ্গল ৩ হাজার ৩৫৭ ভোট, মোটরগাড়ি ৩২০ ভোট আর ডাব ১৩১ ভোট পেয়েছে।

আরেক উপজেলা দক্ষিণ সুরমায় ৭৯ কেন্দ্রে নৌকা ৪৩ হাজার ৮৯৪ ভোট পেয়েছে, লাঙ্গল পেয়েছে ১৬ হাজার ৬১২ ভোট, মোটর গাড়ি ৪ হাজার ৪২২ ভোট এবং ডাব প্রতীকে ৩৮১টি ভোট পড়েছে। 

এনএইচ/বিএ-১৪