খেলা ডেস্ক
সেপ্টেম্বর ১২, ২০২১
০৪:৪৯ পূর্বাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ১২, ২০২১
০৪:৫১ পূর্বাহ্ন
ইউএস ওপেনে ছেলের ফাইনালে আজ রাতে মুখোমুখি হচ্ছেন নোভাক জোকোভিচ ও দানিল মেদভেদেব। জোকোভিচের লক্ষ্য ২১তম গ্র্যান্ড স্লাম শিরোপা। মেদভেদেবের লক্ষ্য প্রথমবারের মতো টেনিসের বড় কোনো শিরোপা জেতা। রাতে ইংলিশ প্রিমিয়ার লিগে লিভারপুল আর লা লিগায় রিয়াল মাদ্রিদ ম্যাচও রয়েছে।
আজ টিভিতে যেসব খেলা
লা লিগা- টি স্পোর্টস, এমটিভি
এসপানিওল–আতলেতিকো, সন্ধ্যা ৬টা
রিয়াল মাদ্রিদ–সেলতা, রাত ১টা
টি–টোয়েন্টি ক্রিকেট- টি স্পোর্টস ও টেন ২
শ্রীলঙ্কা–দক্ষিণ আফ্রিকা, সন্ধ্যা ৭–৩০ মিনিট
ইংলিশ প্রিমিয়ার লিগ- স্টার স্পোর্টস সিলেক্ট ১
লিভারপুল–লিডস, রাত ৯–৩০ মিনিট
ইউএস ওপেন- স্টার স্পোর্টস সিলেক্ট ১
ছেলেদের ফাইনাল রাত ১–৩০ মিনিট
এএন/০৫