এশিয়ান ভলিবলে জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইরান

খেলা ডেস্ক


সেপ্টেম্বর ২১, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২১, ২০২১
০১:১৪ পূর্বাহ্ন



এশিয়ান ভলিবলে জাপানকে হারিয়ে চ্যাম্পিয়ন ইরান


এশিয়ান চ্যাম্পিয়নশিপে সরাসরি ৩-০ সেটে জাপানকে হারিয়ে শিরোপা জিতেছে ইরান। রবিবার জাপানের শিবা পোর্ট অ্যারেনাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়নশিপের এই ফাইনাল অনুষ্ঠিত হয়।

খেলায় ইরানি দলের আক্রমণাত্মক ভূমিকার কারণে জাপান অনেকটা আত্মরক্ষামূলক অবস্থানে চলে যেতে বাধ্য হয়। প্রথম সেটে ইরান ২৭-২৫ পয়েন্টে জয়লাভ করে। দ্বিতীয় সেটেও ইরানি দল ২৫-২২ পয়েন্টে বিজয় লাভ করে। সফরকারী ইরানি দল ম্যাচে তাদের দক্ষতা অব্যাহত রাখে। 

তবে জাপানও কঠোর প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করে। কিন্তু স্বাগতিকদের সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইরানি দল ৩১-২৯ পয়েন্টে চূড়ান্ত সেট জিতে নেয়।

ম্যাচ জয়ের পর ইরানের প্রধান কোচ বেহরুজ আতায়ি বলেন, ‘খেলোয়াড়রা সবাই চমৎকার পারফর্ম করে এশিয়ার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন। ইরানি জনগণের জন্য আনন্দের খবর বয়ে আনতে পেরে আমি খুবই খুশি।’

এএন/০২