শাহ মোহাম্মদ তানভীর, পর্তুগাল
সেপ্টেম্বর ২২, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন
আপডেট : সেপ্টেম্বর ২২, ২০২১
০৬:৪৭ অপরাহ্ন
লিসবনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
পর্তুগালের রাজধানী লিসবনে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত ও পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সদস্যদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে বাংলাদেশ দূতাবাসের হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
রাষ্ট্রদূত তারিক আহসান তার বক্তব্যে পর্তুগালে বসবাসরত প্রবাসীদের কল্যাণে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় উপস্থিত প্রেস ক্লাবের সদস্যবৃন্দ পর্তুগালে বাংলাদেশ কমিউনিটি এবং বাংলাদেশের মানুষের কল্যাণে তাদের কার্যক্রম তুলে ধরেন।
প্রেসক্লাবকে দূতাবাসের সর্বাত্মক সহযোগিতার করার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাব এখানে বসবাসরত শিশুদের বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার জন্য বাংলা স্কুল প্রতিষ্ঠা, কমিউনিটি ক্লাব গঠনসহ মানবিক সহযোগিতামূলক কর্মকাণ্ডে সর্বাত্মক ভূমিকা পালন করবে।
তারা আরও জানান, প্রেসক্লাবটি সৃষ্টির উদ্দেশ্য সকলের সমন্বয়ে পর্তুগালে একটি সুষ্ঠু সুন্দর বাংলাদেশ কমিউনিটি গড়ে তোলা।
এএন/০১