শান্তিগঞ্জে রাতের আঁধারে হাওরের বাঁধ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

শান্তিগঞ্জ প্রতিনিধি


সেপ্টেম্বর ২৩, ২০২১
০৮:২৬ অপরাহ্ন


আপডেট : সেপ্টেম্বর ২৪, ২০২১
০৩:৪২ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে রাতের আঁধারে হাওরের বাঁধ ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের খাই হাওরের বেড়ি বাঁধটি উপজেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ বেড়িবাঁধগুলোর একটি। 

প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এ বাঁধ উপজেলার প্রায় সবক’টি হাওরের রক্ষাকবচ। প্রচুর অর্থ ব্যয়ে প্রতিবছর বাঁধটিকে সুরক্ষিত করে উপজেলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। 

বাঁধটি বর্ষার শুরুতে যেমন হাওরে পানি প্রবেশ ঠেকায় তেমনি বর্ষার শেষে জমি চাষের জন্য ধরে রাখে স¤পূর্ণ খাই হাওরের পানি। যে পানি ব্যবহার করে পূর্ব বীরগাঁও, পশ্চিম বীরগাঁও ইউনিয়নের কয়েক হাজার কৃষক চাষ করেন শত শত হেক্টর বোরো জমি। 

কিন্তু গত চারদিন আগে রাতের আঁধারে একটি কুচক্রী মহল বেরিবাঁধের খাই বিলের দক্ষিণ পূর্বাংশে অংশ (২২ নং পিআইসি) কেটে দিয়েছে। এতে প্রবল গতিতে হাওর থেকে বেরিয়ে যাচ্ছে পানি। ক্রমশ বড় হচ্ছে ভেঙে দেওয়া অংশ ও গভীর থেকে হচ্ছে আরো গভীর।

সরেজমিনে গিয়ে দেখা যায়, খাই হাওরের পানি আশঙ্কাজনক হারে কমতে শুরু করেছে। পানির ভরা মৌসুম থাকার পরও পানি কমে যাওয়ায় হাওরের মাঝখানেই মাঝে মাঝে আটকে যাচ্ছে নৌকা। খাই বিলের দক্ষিণ পূর্বাংশের পানির গভীর অংশের কাছে ১০ থেকে ১৫ ফুট বড় করে দুর্বৃত্তরা ভেঙে দিয়েছে বেড়িবাঁধ। 

এ ভাঙা অংশ দিয়ে প্রবল গতিতে খাই হাওর থেকে বেরিয়ে যাচ্ছে পানি। একে তো প্রখর রোদ তার উপর প্রবল গতিতে পানি চলে যাওয়ায় দ্রুত শুকিয়ে যাচ্ছে হাওরের পানি। এতে চরম শঙ্কিত স্থানীয় কৃষকরা।

কৃষকরা বলছেন, কে বা কারা রাতের আঁধারে বাঁধ ভেঙে দিয়েছে। এতে বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। এই জায়গাটা গভীর। পরবর্তীতে এখানে বাঁধ আটকানো যাবে না। আগামী বছর বন্যার সময় পানির ধাক্কায় এ অংশ ভেঙে যাওয়ার শঙ্কা রয়েছে। মেরামত করতে গেলেও এ জায়গায় প্রচুর টাকা খরচ হবে। এছাড়াও যেভাবে পানি বেরিয়ে যাচ্ছে তাতে দ্রুত সময়ের ভিতরে খাই হাওরের পানি শুকিয়ে যাবে। জমি চাষের জন্য তারা পানি পাবে না। বন্যার সময়ও বাঁধের এ অংশ দুর্বল থাকবে। 

একটি কুচক্রী মহলের সাময়িক লাভের জন্য সাংহাই, পাখিমারা, শইল্যারদাইর, নাগডরা, কচুয়ার হাওর, খালডরা, দেখার হাওরসহ উপজেলার ৮ ইউনিয়নের প্রায় সবক’টি হাওর ক্ষতির সম্মুখিন হবে। এ ঘটনায় চরমভাবে ক্ষোভে ফুুুঁসে উঠেছেন হাঁসকুড়ি, ধলমৈশাসহ দুই ইউনিয়নের অসংখ্য মানুষ। তাদের ধারণা বিলে মাছ ধরে লাভবান হওয়ার জন্য একটি কুচক্রী মহল এ কাজটি করে থাকতে পারে।

সাবেক ইউপি সদস্য মহিব উদ্দিন ওরফে মালতার উদ্দিন, হাঁসকুড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সায়েম উদ্দিন, ইউপির ৯ নং ওয়ার্ডের সদস্য আবুল খয়ের ও কৃষক ইনাম উদ্দিনের সহ অকেই জানান, খাই হাওরের বেড়িবাঁধের সাথে উপজেলার সবগুলো হাওরের সংযোগ আছে। একটি কুচক্রী মহল তাদের ব্যক্তিগত লাভের জন্য বাঁধ ভেঙে দিয়েছে। এতে হাওর থেকে পানি নেমে যাচ্ছে। ধান চাষের জন্য জমিতে পানি থাকবে না। আর যেভাবে বাঁধ দুর্বল হয়েছে আগামী বন্যার সময় প্রথম ধাক্কাতেই বাঁধ ভেঙে যাবে। তলিয়ে যাবে সবগুলো হাওর। দ্রুত বাঁধটি পুনরায় বাধতে হবে এবং দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে হবে।

শান্তিগঞ্জ উপজেলার হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি ও দরগাপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. জামাল উদ্দিন বলেন, বিষয়টি জেনে খুবই খারাপ লাগছে। এটি একটি গর্হিত কাজ। খাই হাওরের বাঁধ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের প্রতি আমাদের জোর দাবি, তদন্ত সাপেক্ষে যেনো দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার উজ জামান বলেন, এ ব্যাপারে একটি লিখিত অভিযোগ আমি পেয়েছি। সাথে সাথে পাউবোর এসওকে গুরুত্ব সহকারে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের কথা বলেছি। বিষয়টি গুরুত্ব দিয়েই দেখছি বলেও জানান তিনি। 

এস টি/বি এন-০৪