নিজস্ব প্রতিবেদক
অক্টোবর ২১, ২০২১
০৫:৪৪ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২১, ২০২১
০৭:৫৪ পূর্বাহ্ন
ফায়ার সার্ভিসের লোকজন এসে শহীদ শামসুদ্দিন হাসপাতালের সম্মুখে লাগা অগ্নুন নিয়ন্ত্রণে আনে। ছবি- রাফিদ চৌধুরী
সিলেটে করোনা চিকিৎসায় বিশেষায়িত শহীদ শামসুদ্দিন হাসপাতাল এলাকার আগুন নিয়ন্ত্রণে এসেছে।
বুধবার (২০ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে হাসপাতালের সামনে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিসের দল এসে আগুণ নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সিলেটে নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সিলেট মিররকে জানান, যাওয়ার সঙ্গে সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সংযোগ হতে পারে।