বঙ্গবন্ধু জাতীয় সাঁতারের প্রথম দিনে তিন রেকর্ড

খেলা ডেস্ক


অক্টোবর ২৩, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ২৩, ২০২১
০৩:১৪ পূর্বাহ্ন



বঙ্গবন্ধু জাতীয় সাঁতারের প্রথম দিনে তিন রেকর্ড


বঙ্গবন্ধু জাতীয় সাঁতারের প্রথম দিনে তিনটি নতুন জাতীয় রেকর্ড হয়েছে। শুক্রবার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে টুর্নামেন্টের প্রথম দিন শেষে বাংলাদেশ নৌবাহিনী ১০টি স্বর্ণ, আটটি রুপা ও দুইটি ব্রোঞ্জ জিতে শীর্ষে রয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী দুইটি স্বর্ণ, চারটি রুপা ও ছয়টি ব্রোঞ্জ জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। নারীদের ১০০ মিটার ব্রেষ্ট স্ট্রোকে নৌবাহিনীর মরিয়ম আক্তার এক মিনিট ১৯ সেকেন্ডে, ৫০ মিটার ব্যাক স্ট্রোকে একই দলের জুথি আক্তার ৩২.৭৫ সেকেন্ডে ও নৌবাহিনীর কাজল মিয়া ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে দুই মিনিট ১২.০৫ সেকেন্ডে নতুন জাতীয় রেকর্ড গড়েন।

এর আগে প্রতিযোগিতার উদ্বোধন করেন সুইমিং ফেডারেশনের সিনিয়র সহসভাপতি ও ম্যাক্স গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফেডারেশনের সাধারণ সম্পাদক এম বি সাইফ।

এএন/০২