ওসমানীনগর প্রতিনিধি
অক্টোবর ২৪, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
আপডেট : অক্টোবর ২৪, ২০২১
০১:৪০ পূর্বাহ্ন
দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ ভাঙচুর ও সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে ওসমানীনগরে মানবন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। শনিবার (২৩ অক্টোবর) বিকেলে সিলেট-ঢাকা মহাসড়কের গোয়ালাবাজার এলাকায় জাতীয় হিন্দু মহাজোটের ব্যানারে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য দেন, হিন্দু মহাজোট ওসমানীনগর উপজেলা শাখার সভাপতি অরুন দেব, সহ-সভাপতি সমর বিজয় দেব, সাধারণ সম্পাদক অঞ্জন দাশ, সাংগঠনিক সম্পাদক পীযুষ কান্তি দেব, দিপংকর দেবনাথ, সহ সাধারণ সম্পাদক অজয় দে, যুব মহাজোট সভাপতি শক্তি দেব সঞ্জয়, সহ সভাপতি বিজয় দেব, মতি দত্ত, সাধারণ সম্পাদক রাজীব দাশ পুরকায়স্থ, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দেব সবুজ, তাজপুর ইউপি মহাজোট সভাপতি মঞ্জু পাল, সহসভাপতি বিধু দেব, সাধারণ সম্পাদক নির্মল দেব ননি, সাংগঠনিক সম্পাদক গোপাল বৈদ্য, নিখিল ধর শাওন, গোয়ালাবাজার বনিক সমিতির সাধারণ সম্পাদক পরিমল দেব, জয়ন্ত কুমার দেব যুব, রাজু দে, অসিত দেব মহাজোট মহিলা সম্পাদিকা চামেলী রানী দে, বিধান দেব, নিখিল দেবনাথ, পংকজ দেব, রুমল মিয়া, সুধীর দেব, বিপুল দাশ পুরকায়স্থ, শিক্ষক দিলীপ চক্রবর্তী, সুশান্ত দেবনাথ, অর্জুন দেব, সন্তোষ দেব, ব্যবসায়ী জয়ন্ত কুমার দেব যুব, অজয় দেব, শক্তি পদ দেব, কাঞ্চন পাল, উজ্জ্বল দাশ, পুলক দেব, সুধাময় সন্ন্যাসী, অনিল দাশ, বিবুল দত্ত, অজিত দেবনাথ, সমিরন বহ্নি, শশাঙ্ক পাল, মলয় দেব, টিপু দেব, নিঠু গুপ্ত, গৌতম ধর, সঞ্জয় চন্দ, লিপ্টু দাশ, পরিতাষ দেব, লিটন দেব, রাহুল দাশ, দেবজ্যোতি দাশ আকাশ, সৌরভ দাশ, শ্রীবাস বৈদ্য প্রমুখ।
এসময় বক্তারা ভাঙচুর এবং হামলাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
ইডি/বিএ-০১