‘সিলেট যেতে না পারলে চাকরি থেকে অব্যাহতি’

সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ০৬, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ০৬, ২০২১
০৮:৪৬ অপরাহ্ন



‘সিলেট যেতে না পারলে চাকরি থেকে অব্যাহতি’

‘আমি একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করি। আজ সকাল ৯টায় সিলেটে কোম্পানির মিটিং। মিটিংয়ের আগে সিলেট পৌঁছানোর কথা। কিন্তু সকালে স্টেশনে এসে দেখি বাস বন্ধ। তাই ভোগান্তিতে পড়েছি। কোম্পানির স্যার বলেছেন আজ সিলেট যেতে পারলে যেন অব্যাহতিপত্র দিয়ে দেই।’ 

এ কথা বলছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা শাওন। শুধু শাওনই নন, তার সঙ্গে থাকা অন্য তিনজনও বলেছেন একই কথা। সিলেটে যেতে না পারলে চাকরি থেকে অব্যাহতি নিতে হবে তাদেরও। 

ডিজেলসহ সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে সুনামগঞ্জে গত শুক্রবার সকাল থেকে সব ধরনের যাত্রী পরিবহন বন্ধ রেখেছে জেলা পরিবহন মালিক সমিতি। এতে বিপাকে পড়েছেন দূরপাল্লার যাত্রীরা। সকাল থেকে সিলেট ও ঢাকাগামী কোনো বাস ছেড়ে যেতে দেখা যায়নি। তবে বিভাগীয় শহর সিলেটে সিএনজিচালিত অটোরিকশা দিয়ে যেতে পারছেন যাত্রীরা। এছাড়াও জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে। 

জামালগঞ্জের বাসিন্দা মো. তুহিন বলেন, ‘আমরা আগে থেকে জানতাম না আজকে পরিবহন ধর্মঘট। জানলে একশ টাকা খরচ করে শহরে আসতাম না। এখন টাকা খরচের সঙ্গে বাড়তি ভোগান্তি তৈরি হলো।’

পরিবহন শ্রমিক মো. হুমায়ূন কবির বলেন, ‘আমি পরিবহন সেক্টরে চাকরি করি। তেলের দাম বাড়ার কারণে মালিক ও শ্রমিক সংগঠন থেকে গাড়ি চালাতে নিষেধ করেছে। যতক্ষণ ধরে সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত বন্ধ থাকবে। এতে আমরাও বিপাকে পড়েছি।’ 

বাসচালক মো. আনোয়ার আলী বলেন, ‘তেলের দাম বাড়ছে। আমরা কীভাবে আগের ভাড়ায় গাড়ি চালাব সেটা ভেবে পাই না। তেলের দাম বাড়ার কারণে গাড়ির খরচও তো বাড়বে। সেজন্য আমরা আজ গাড়ি সড়কে নামাইনি।’

সুনামগঞ্জ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জুয়েল মিয়া বলেন, ‘হঠাৎ করেই ডিজেলের দাম বাড়ানো হয়েছে। জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বিপাকে পড়েছি আমরা। এ জন্য শুক্র ও শনিবার এই দুই দিন সুনামগঞ্জ থেকে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধ থাকবে।’ 

এসআরএ/আরসি-০৯