সুনামগঞ্জে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ

সুনামগঞ্জ প্রতিনিধি


নভেম্বর ২৩, ২০২১
০৯:০০ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৩, ২০২১
০৯:০০ অপরাহ্ন



সুনামগঞ্জে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ

মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে সুনামগঞ্জে মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) বিকেলে শহরের পুলিশ লাইন্স মাঠে এই ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। ভলিবল ম্যাচে অংশ নেয় জেলা পুলিশ দল বনাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স দল।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. মিজানুর রহমান বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার হায়াতুন নবী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জয়নাল আবেদীন, অতিরিক্ত জেলা প্রশাসক অসীম চন্দ্র বনিক, মাদকদ্রব্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের অতিরিক্ত পরিচালক মো. জাহিদ হোসেন মোল্লা, উপজেলা নির্বাহী অফিসার ইমরান শাহরিয়ার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স’র স্টেশন অফিসার নিউটন দাস, সাংবাদিক লতিফুর রহমান রাজু। খেলা পরিচালনা করেন টিআই মো. সামছুল আলম। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন অতিথিরা। এ সময় অতিথিদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মাদক বিরোধী প্রীতি ভলিবল ম্যাচের আয়োজন করে সুনামগঞ্জ জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সহযোগিতা করে সুনামগঞ্জ জেলা পুলিশ।

আরসি-১১