সিলেটে আবাসিক হোটেল থেকে একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক


নভেম্বর ২৯, ২০২১
০৬:২২ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২১
০৬:২২ অপরাহ্ন



সিলেটে আবাসিক হোটেল থেকে একজনের লাশ উদ্ধার

সিলেট নগরের দরগাহ গেইট এলাকার জমজম আবাসিক হোটেল থেকে মোরশেদ (৪৭) নামের একজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত ব্যক্তি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার সেনপাড়া গ্রামের মাকু মিয়ার ছেলে। সোমবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ হোটেল জমজমের একটি কক্ষ থেকে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।

পুলিশ সূত্রে জানা গেছে, স্থানীয়দের খবরের ভিত্তিতে শাহজালাল (র.) তদন্তকেন্দ্রের একদল পুলিশ সোমবার বিকেল ৩টার দিকে দরগা গেইটস্থ জমজম আবাসিক হোটেলের একটি কক্ষ থেকে মুরশেদ আহমদের লাশ উদ্ধার করে। গত রবিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর পরিচয়ে এক নারীকে নিয়ে ওই হোটেলে উঠেছিলেন মুরশেদ। তবে ওই নারী বর্তমানে পলাতক রয়েছেন। এদিকে নিহতের শরীরে কোনো আঘাতের চিহ্ন পায়নি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহমুদ সিলেট মিররকে বলেন, ‘স্থানীয়দের খবরের ভিত্তিতে ওই ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘গত রবিবার সন্ধ্যায় ওই ব্যক্তি এক নারীকে স্ত্রী পরিচয় দিয়ে হোটেলে উঠেছিলেন। তবে ওই নারীকে আমরা লাশ উদ্ধারের সময় পাইনি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা অভিযোগ দিলে পুলিশ মামলা গ্রহণ করবে।’

কি কারণে এই ঘটনা ঘটতে পারে পারে জানতে চাইলে তিনি বলেন, ‘এখনও তা নিশ্চিতভাবে বলা যাবে না। ময়নতদন্তের রিপোর্ট এলে বুঝা যাবে। তবে ওই কক্ষ থেকে আমরা যৌন উত্তেজক ওষুধের দুটি খোসা পেয়েছি।’ 

এনএইচ/বিএ-০১