খেলা ডেস্ক
নভেম্বর ৩০, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন
আপডেট : নভেম্বর ৩০, ২০২১
০৪:৪৯ অপরাহ্ন
বিপিজেএ সিলেট-মাহা অভ্যন্তরীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২১ এর ক্যারম দ্বৈত খেলা মঙ্গলবার (৩০নভেম্বর-২০২১) অনুষ্ঠিত হয়েছে।
নগরীর জিন্দাবাজার সিতারা ম্যানশনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কার্যালয়ে অনুষ্ঠিত ক্যারম দ্বৈতের ১ম গেইমে শেখ আব্দুল মজিদ ও ইদ্রিস আলী জুটি ২৯-২১ পয়েন্টে আনিস রহমান ও ইউসুফ আলী জুটিকে, ২য় গেইমে আবু বক্কর ও মামুন হাসান জুটি ৩০-১৩ পয়েন্টে শাহ মো. কয়েস আহমদ ও এম এ খালিক জুটিকে, ৩য় গেইমে আবু বক্কর ও মামুন হাসান জুটি ৩৮-১৮ পয়েন্টে এসএম সুজন ও মো: দুলাল হোসেন জুটিকে পরাজিত করে।
ফাইনালে মামুন হাসান ও আবু বক্কর জুটি ৩০-০১ পয়েন্টে শেখ আব্দুল মজিদ ও ইদ্রিস আলী জুটি পরাজিত করে চ্যাম্পিয়ান হওয়ার গৌরব অর্জন করে।
এএন/০১