সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ১৭, ২০২১
১২:৫৯ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ১৭, ২০২১
১২:৫৯ অপরাহ্ন
বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে হাউজিং এস্টেট এসোসিয়েশন আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ সম্পন্ন।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) বিকালে হাউজিং এস্টেট অ্যাসোসিয়েশনের নিজস্ব কার্যালয়ে সংস্থার সভাপতি প্রফেসর ডা. এ.কে.এম হাফিজের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ওলায়েত হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সিটি কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী। বিশেষ অতিথি ছিলেন সংস্থার উপদেষ্টা সৈয়দ মো. একরামুল হক, ইউকে লংব্রিজ ওয়ার্ডের কাউন্সিলর ফারুক চৌধুরী (ফররুখ), রেবিনা আক্তার চৌধুরী, ওমর মাহবুব ও সিহাব চৌধুরী।
অনুষ্ঠানে কোরআন থেকে তেলাওয়াত করেন আহমদ হোসেন। শহিদদের মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন সৈয়দ মো. একরামুল হক। এসময় ফুটসাল টুর্নামেন্ট, চিত্রাংকন প্রতিযোগিতা এবং বালিশ বদল খেলার বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয়।
এএন/০২