ডিজি অ্যাওয়ার্ড পেলেন এম.সি কলেজের প্রভাষক

সিলেট মিরর ডেস্ক


ডিসেম্বর ২৮, ২০২১
০৮:২৭ অপরাহ্ন


আপডেট : ডিসেম্বর ২৮, ২০২১
০৮:৩১ অপরাহ্ন



ডিজি অ্যাওয়ার্ড পেলেন এম.সি কলেজের প্রভাষক

বিসিএস (শিক্ষা)'র চার মাসের বুনিয়াদি প্রশিক্ষণ শেষে দেশসেরা প্রশিক্ষণার্থী হিসেবে ডিজি অ্যাওয়ার্ড পেয়েছেন এম.সি কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ফাজিলাতুন নাহার রিপা।

বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দিপুমনি অনুষ্ঠানের মাধ্যমে রিপার হাতে এই পুরস্কার তুলে দেন।

বিসিএস (শিক্ষা)- এর বুনিয়াদি ৪ মাসের ট্রেনিং শেষে বেস্ট পারফরমারকে দেয়া হয় ডিজি পুরস্কার।

 ৩৫ম বিসিএস (শিক্ষা)- এর বুনিয়াদী প্রশিক্ষণের বিভিন্ন ইভেন্টে সর্বমোট ৭টি পদক ও সনদপত্র পেয়েছেন ফাজিলাতুন নাহার রিপা।

বি এন-০৫