সিলেটের জ্যেষ্ঠ আম্পায়ার আজিজ আর নেই

খেলা ডেস্ক


জানুয়ারি ০২, ২০২২
০৮:৫৪ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ০২, ২০২২
০৮:৫৪ অপরাহ্ন



সিলেটের জ্যেষ্ঠ আম্পায়ার আজিজ আর নেই

সিলেটের জ্যেষ্ঠ আম্পায়ার আজিজ আহমেদ আর নেই ( ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রবিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় সিলেট স্টেডিয়ামে আম্পায়ার অ্যাসোসিয়েশনের সভায় হঠাৎ অসুস্থবোধ করলে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

আম্পায়ার আজিজ আহমেদ নগরের মধু শহীদ এলাকার ১৬/৭ আহমদ মঞ্জিলের বাসিন্দা। তার পিতা মরহুম মোহাম্মদ মুসলিম রাজা জিসি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক। তার বড় ভাই সাদিক আহমেদ সিলেট আম্পায়ার অ্যান্ড স্কোরার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন এবং বর্তমানে আমেরিকা প্রবাসী।

সোমবার বাদজোহর রিকাবীবাজারস্থ মধূশহীদ জামে মসজিদে জানাজা শেষে মধু শহীদ কবরস্থানে দাফন করা হবে। 

মৃত্যুকালে তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে সহ আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

আরসি-২২