সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৬, ২০২২
০৬:১৪ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৬, ২০২২
০৬:১৪ অপরাহ্ন
মাহা-ইমজা মিডিয়া কাপ ক্রিকেটে অংশগ্রহণকারী ‘টিম চ্যানেল আই’ দলের জার্সি উন্মোচন করা হয়েছে ।
রবিবার (১৬ জানুয়ারি) রাতে স্থানীয় একটি হোটেলে জার্সি উন্মোচনের অনুষ্ঠান আয়োজিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. আরমান আহমদ শিপলু, ব্যবসায়ী শরীফ হোসেন ।
এসময় আরও উপস্থিত ছিলেন টিম চ্যানেল আইয়ের অধিনায়ক ও সিটি করপোরেশনের কাউন্সিলর রেজওয়ান আহমদ, দলের সদস্য সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ছামির মাহমুদ, সাদিকুর রহমান সাকী, সুনীল সিংহ, সুলতান সুমন, ইকবাল মুন্সি, আশকার আমিন রাব্বি, আনোয়ার হোসেন, আকরাম হোসেন ও দলের ম্যানেজার সুবর্ণা হামিদ ।
আরসি-০৬