সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৭, ২০২২
০৭:০৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ১৭, ২০২২
০৭:০৬ অপরাহ্ন
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৬তম জন্মবার্ষিকী উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
সোমবার (১৭ জানুয়ারি) দুপুরে জাতীয়তাবাদী কৃষক দল ঢাকা মহানগর উত্তরের উদ্যোগে এক অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।
কর্মসূচির মধ্যে ১৯ জানুয়ারি ভোরে কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সব দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন করা হবে।
সকাল ১১টায় শেরেবাংলানগরে জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ করা হবে এবং দুপুর ২টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনাসভার আয়োজন করা হবে।
জিয়ার জন্মদিন উপলক্ষে জাতীয় দৈনিকে জিয়াউর রহমানের ওপর ক্রোড়পত্র প্রকাশ করবে বিএনপি।
আরসি-০৫