তৃণমুল নারী উদ্যােক্তাদের জাতীয় সম্মেলন ২৭-২৮ মার্চ

শ্রীমঙ্গল প্রতিনিধি


মার্চ ১৩, ২০২২
০৬:২৮ অপরাহ্ন


আপডেট : মার্চ ১৩, ২০২২
০৬:২৮ অপরাহ্ন



তৃণমুল নারী উদ্যােক্তাদের জাতীয় সম্মেলন ২৭-২৮ মার্চ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আগামী ২৭-২৮ মার্চ জেলা পরিষদ অডিটোরিয়ামে তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) ষষ্ঠ জাতীয় সম্মেলন অনু্ষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২৭ মার্চ জাতীয় সম্মেলন উদ্ধোধন করবেন পরিকল্পনা মন্ত্রী এমএ মান্নান এমপি।

রবিবার (১৩ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭ টায় শ্রীমঙ্গল শহরের পানশী রেস্টুরেন্টের কনফারেন্স হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, তৃণমুল নারী উদ্যোক্তা সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্র। এসময় উপস্থিত ছিলেন,  গ্রাসরুটসের পারভীন আক্তার, শ্যামলী সুত্রধর, মিতালী রানী দাশ, রীনা রানী সরকার, তাপস ঘোষ ও মৌ দেব।

সংবাদ সম্মেলনে জানান, শ্রীমঙ্গলে আয়োজিত ষষ্ঠ জাতীয় এ সম্মেলন, নারী উদ্যােক্তাদের পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রমে দেশের ৫০ এর অধিক জেলা থেকে নির্বাচিত কাউন্সিলররা অংশ নেবেন। এছাড়াও দেশের ৬২ টি জেলায় ১৮ হাজারের অধিক সদস্য নিয়ে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। বর্তমানে উদ্যােক্তাদের উৎপাদিত পণ্য বাজারজাতকরণের লক্ষ্যে জেলায় জেলায় মেলার আয়োজন করছে গ্রাসরুটস।

আজ সোমবার সন্ধ্যায় নারী উদ্যােক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কার্যক্রমের উদ্ধোধন করা হবে। 

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, ভারত, পাকিস্তান, শ্রীলংকাসহ কয়েকটি দেশের প্রতিনিধিরাও এ সম্মেলনে অংশ নেবেন । সম্মেলনে দেশের ৬৪ জেলা থেকে ৬৪ জন প্রান্তিক নারী উদ্যােক্তাকে সম্মাননা প্রদান করা হবে। সম্মেলনে আগামী ২ বছরের জন্য সংগঠনের কর্ম-পরিকল্পনা ঘোষনা ও সংগঠন পরিচালনার জন্য কাউন্সিলরদের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত করা হবে বলেও সংবাদ সম্মেলনে জানান তারা। 

জিকে/আরসি-০৫