শান্তিগঞ্জে স্বাধীনতা দিবসে র‍্যালী ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

শান্তিগঞ্জ প্রতিনিধি


মার্চ ২৬, ২০২২
০৯:৪১ পূর্বাহ্ন


আপডেট : মার্চ ২৬, ২০২২
০৯:৪১ পূর্বাহ্ন



শান্তিগঞ্জে স্বাধীনতা দিবসে র‍্যালী ও স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ

সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‍্যালী ও  পুষ্পস্তবক অর্পণ করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠন। 

শনিবার (২৬ মার্চ) সকাল ১১টায় সুনামগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেনের নেতৃত্বে শান্তিগঞ্জ উপজেলার উজানীগাও বাস স্ট্যান্ড থেকে একটি র‍্যালী বের হয়ে উপজেলার শান্তিগঞ্জ বাজার সহ উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষে হয়। 

র‍্যালি শেষে শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন নেতৃবৃন্দ ।  পুষ্পস্তবক অর্পণ শেষে স্মৃতিসৌধে বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন, বিএনপি নেতা সলিব নুর বাচ্ছু।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা শামছুন্নুর মেম্বার, উপজেলা সেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ফরিদুর রহমান, বিএনপি নেতা আপ্তাব আলী, জয়েন আহমদ সহ কয়েকশত নেতা কর্মী প্রমূখ।

এস টি/বি এন-১১