দোয়ারাবাজার প্রতিনিধি
মার্চ ২৭, ২০২২
০৮:১৬ পূর্বাহ্ন
আপডেট : মার্চ ২৭, ২০২২
০৮:১৬ পূর্বাহ্ন
মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের ব্যানারে দিনব্যাপি নানা কর্মসূচি পালিত হয়েছে।
এ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরষ্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৬ মার্চ ) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে ও সমাজসেবা অফিসার কামরুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ (ছাতক দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, কৃষি অফিসার মো. মহসিন হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. শাহীনুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেলিম হায়দার, দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন প্রমুখ। এ-সময় দোয়ারাবাজার প্রেসক্লাবের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে নানা কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার বিকেলে উপজেলার হাজী নুরুল্লাহ দশগাঁও উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আশরাফুল হকের সভাপতিত্বে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রতিষ্ঠা ও ম্যাবেজিংকমিটির সভাপতি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকট মো. চানমিয়া।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট জমির উদ্দিন বাবুল, দোয়ারাবাজার প্রেসক্লাব সভাপতি মুহাম্মদ হাবীবুল্লাহ হেলালী, লন্ডন প্রবাসী আবদুল খালিক, সাবেক ইউপি সদস্য আবদুল মছব্বির প্রমখ।
একইদিন উপজেলার প্রগতি উচ্চবিদ্যালয় ও কলেজে ম্যানিজিংকমিটির সভাপতি রফিক উদ্দিনের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন, দোহালিয়া ইউনিয়ন আ'লীগের সভাপতি নুরমিয়া, নজরুল ইসলাম, প্রতিষ্ঠান অধ্যক্ষ আলী উসমান প্রমুখ।
মহান স্বাধীনতা দিবসে উপজেলার হাজী কনুমিয়া উচ্চবিদ্যালয়ে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
এইচ এইচ/বি এন-০৫