সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০১, ২০২২
০৮:২৩ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ০১, ২০২২
০৮:২৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জে জাতীয় দৈনিক ভোরের কাগজের উপজেলা প্রতিনিধিদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১ এপ্রিল) সকাল ১১টায় জেলার হোটেল রয়েল ইনে এ মতবিনিময় সভার আয়োজন করেন সুনামগঞ্জ জেলা প্রতিনিধি সাইদুর রহমান আসাদ।
চার ঘন্টা ব্যাপী মতবিনিময় সভায় অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন ভোরের কাগজের মফস্বল সম্পাদক আব্দুল মোতালেব ও অনলাইন ইনচার্জ রসাপ্রসাদ সরকার।
এসময় অন্যদের সঙ্গে বক্তব্য রাখেন ভোরের কাগজের ধর্মপাশা প্রতিনিধি জুবায়ের পাশা হিমু, বিশ্বম্ভরপুর উপজেলা প্রতিনিধি স্বপন কুমার বর্মন, জামালগঞ্জ প্রতিনিধি অঞ্জন পুরকায়স্থ, জগন্নাথপুর প্রতিনিধি রিয়াজ রহমান, দোয়ারাবাজার প্রতিনিধি মো. বজলুর রহমান, শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি ছায়াদ হোসেন সবুজ ও ছাতক উপজেলা প্রতিনিধি শংকর দত্ত।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, মুক্তচিন্তার প্রতিধ্বনি ও মুক্তিযুদ্ধকে বুকে ধারণ করে ভোরের কাগজ কাজ করে যাচ্ছে। সাম্প্রদায়িক শক্তির সঙ্গে ভোরের কাগজ কখনও আপোষ করেনি। মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আঞ্চলিক থেকে জাতীয় পর্যায়ের সকল সমস্যা সম্ভবনা খবর সবার আগে গণমানুষের কাছে দিচ্ছে এই কাগজ। এছাড়াও প্রতিনিধিরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করার পাশাপাশি সবাই ঐক্যবদ্ধ হয়ে ভোরের কাগজকে আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
এস আর/বি এন-০৪