দিরাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

দিরাই প্রতিনিধি


এপ্রিল ০১, ২০২২
১০:৫৭ পূর্বাহ্ন


আপডেট : এপ্রিল ০১, ২০২২
১১:০৪ পূর্বাহ্ন



দিরাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

সুনামগঞ্জের দিরাইয়ে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার করিমপুর ইউনিয়নের চান্দপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের রাজকুমার দাসের ছেলে রক্তিম দাস (৭), প্রদীপ দাসের ছেলে প্রমিত দাস (৭)ও দীপক দাসের মেয়ে বৃন্দা (৭)দাস। তারা সবাই চান্দপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। 

জনা যায়, শুক্রবার দুপূর থেকে একই পাড়ার নিহত তিন শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যার দিকে গ্রামের সামনের একটি ডোবাতে একটি শিশুর লাশ ভাসতে দেখে লোকজন ওই ডোবাতে নেমে একে একে তিনটি শিশুর লাশ উদ্ধার করেন। 

করিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও চান্দপুর গ্রামের বাসিন্দা লিটন কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতরা সবাই আমার আত্নীয়, সবাই ক্লাস ওয়ানের শিক্ষার্থী। ডুবায় কিভাবে গেল বুঝতে পারছি না।

দিরাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, আমরা খবর পেয়েছি। এখন ঘটনাস্থলে যাচ্ছি। পরে বিস্তারিত জানাতে পরব।

এএইচ/বিএ-০১