শাবিপ্রবি প্রতিনিধি
এপ্রিল ০৬, ২০২২
০৭:৫২ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৬, ২০২২
০৭:৫২ অপরাহ্ন
হতদরিদ্র মানুষদের মুখে ইদের হাসি ফোটাতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান' আয়োজন করছে 'স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণ ২০২২'।
বুধবার (৬ এপ্রিল) বিকালে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনের প্রচার সম্পাদক আবু রায়হান।
এ বিষয়ে স্বপ্নোত্থানের সভাপতি ধীমান দাস দিব্য বলেন, 'প্রতিবছরই হতদরিদ্র জনগোষ্ঠীর মানুষের মধ্যে ইদের আনন্দ ছড়িয়ে দিতে আমরা ইদবস্ত্র বিতরণের আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় আমাদের এবারের এই আয়োজন। অর্জুনতলার টেন্টের পাশাপাশি আমাদের স্বেচ্ছাসেবীরা বিভিন্ন হল ও মেস থেকেও অর্থ সংগ্রহ করবে। আপনাদের দেওয়া অর্থে আমরা ইদের নতুন কাপড় পৌঁছে দিবো অসহায় মানুষের কাছে।
আর্থিক সহায়তা পাঠাতে চাইলে: বিকাশ: ০১৭০১০২৫৪২৬। রকেট: ০১৭০১০২৫৪২৬৪। নগদ: ০১৭০১০২৫৪২৬। ডাচ-বাংলা ব্যাংক লিমিটেড:। হিসাবের নাম: MOST MARJIA RAHMAN NIJUM। হিসাব নং: ২০১১০৫০০১৬৮৫৮।
এইচ এন/বি এন-১১