ছাতকে বালুচাপায় ২ শ্রমিক নিহত

ছাতক প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২২
১২:৩৭ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২২
০১:৩৭ অপরাহ্ন



ছাতকে বালুচাপায় ২ শ্রমিক নিহত

সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীর তীরে বালু উত্তোলনের সময় চাপা পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন।

বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৪টায় ছাতক শহরের অদুরে চৈকিত্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন- নোয়ারাই ইউনিয়নের কোপিয়া গুচ্ছ গ্রামের মো. হানিফ মিয়ার ছেলে মো. শামছুল হক (১৪) ও ইসলামপুর ইউনিয়নের কুমারদানী গ্রামের আলী আমজদ মিয়ার ছেলে রুবেল মিয়া (২৬)।

স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো ওই দুই শ্রমিক সুরমা নদীর চরে বলগেট নৌকায় বালু লোড ও আনলোড করছিলেন। সে সময় হঠাৎ ধস নামায় বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই দুই শ্রমিক নিহত হন। খবর পেয়ে ছাতক থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। 

ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এমএ-০১/বিএ-০১