বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

সুনামগঞ্জ প্রতিনিধি


এপ্রিল ০৭, ২০২২
০৪:০৫ অপরাহ্ন


আপডেট : এপ্রিল ০৭, ২০২২
০৪:০৫ অপরাহ্ন



বাঁধ নির্মাণে অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ

অপরিকল্পিতভাবে বাঁধ নির্মাণ, অনিয়ম ও ব্যাপক দুর্নীতির কারণে ফসল ডুবির প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির উদ্যোগে গতকাল বুধবার শহরের আলফাত স্কয়ার থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় আলফাত স্কয়ারে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তব্য দেন, কেন্দ্রীয় হাওর বাঁচাও আন্দোলনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল, সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনসহ অন্য নেতারা।

সাধারণ সম্পাদক বিজন সেন রায়ের দাবি, এই বছরর হাওর রক্ষা বাঁধের লুটপাট ২০১৭ সালকেও হার মানিয়েছে। তিনি বলেন, ‘হাওর এলাকায় নতুন করে কোনো বাঁধ নির্মাণ করা হয়নি। পুরাতন বাঁধেই কিছুটা মাটি ফেলা হয়েছে।’ সমাবেশে সরকারের বরাদ্দকৃত টাকা সরকারকে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করার কথাও জানান তিনি।

বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আগে জেলা প্রশাসনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবরে স্মারকলিপি প্রদান করেন তারা।

এদিকে, একই দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছে বিএনপি। বুধবার দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্টেশন এলাকায় এই মানববন্ধন হয়।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, সহসভাপতি নাদীর আহমদ, রেজাউল হক, আবুল মনসুর শওকত, শেরনুর আলী, মাশুক আলম, আব্দুল হক, আনিসুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক নূর হোসেন, জিয়াউর রহিম শাহিন, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, গোলাম আমবিয়া মাজবুর পাবেল প্রমুখ।

আরএম-০৬