জগন্নাথপুর প্রতিনিধি
এপ্রিল ০৭, ২০২২
০৪:০৭ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২২
০৪:০৭ অপরাহ্ন
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ ও সংস্কার কাজে অনিয়ম দুর্নীতি ও নলজুর নদী খননের নামে লুটপাটের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির উদ্যাগে গতকাল বুধবার মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর পৌরসভার সামনে গতকাল বুধবার বেলা দুইটায় অনুষ্ঠিত মানববন্ধনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।
হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে সদস্য সচিব সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন, হাওর বাঁচাও আন্দোলনের যুগ্ম আহŸায়ক লুৎফুর রহমান, হাওর আন্দোলন নেতা বীর মুক্তিযোদ্ধা আবদুল হক, প্রবাসী কমিউনিটি নেতা এম এ কাদির, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, কৃষক নেতা আব্দুল জব্বার, নুরুল হক, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, শিক্ষক সাইফুল ইসলাম রিপন, সমাজকর্মী সৈয়দ জিতু মিয়া, জুয়েল হোসেন, শহিদুল ইসলাম প্রমুখ।
সভায় বক্তারা ফসল রক্ষা বেড়িবাঁধ নির্মাণ সংস্কার কাজে ধীরগতি ব্যাপক অনিয়ম দুর্নীতি ও নলজুর নদী খননের নামে লুটপাটে জড়িতদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনানুগ পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান বরাবরে জগন্নাথপুর নির্বাহী কর্মকর্তার মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
আরএম-০৭