শান্তিগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ০৭, ২০২২
০৪:১০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ০৭, ২০২২
০৪:১২ অপরাহ্ন
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ও পূর্ব বীরগাঁও ইউনিয়নের ধরমপুর গ্রামের জামখলা হাওরের বাঁচাডুবি বাঁধের নিচে জলমহাল ইজারাদারদের বসানো পাইপ দিয়ে দুইদিন ধরে হাওরে ঢুকছে পানি। এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে কাজ করেও পানি আটকাতে পারছেন না। পানি বন্ধ না হলে যেকোনো সময় বাঁধ ধসে ফসল তলিয়ে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকরা।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সলফ গ্রামের আব্দুল গফফার বলেন, আমরা ৬০ জন শ্রমিক দুই দিন ধরে এলাকার লোকজনকে নিয়ে স্বেচ্ছায় কাজ করলেও পাইপের পানি বন্ধ করতে পারছি না। এভাবে পানি ঢুকলে যেকোনো সময় বাঁধ ধসে যেতে পারে। তাই বিল ইজারাদারসহ উপজেলা প্রশাসনের সহযোগিতায় আরও বাঁশ, বস্তা ও শ্রমিক নিয়োগ করা প্রয়োজন।
শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) আনোয়ার উজ জামান বলেন, ‘গতকাল এই বাঁধ দেখে এসেছি। ৫০০ বস্তা সরবরাহ করেছি এই বাঁধের জন্য। আজ (বুধবার) আরও লোক পাঠিয়েছি। হাওরের প্রত্যেকটি বেড়িবাঁধ রক্ষায় সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।’
উপজেলা চেয়ারম্যান মো. ফারুক আহমদ বলেন, ‘ইতোমধ্যে আমি এই বাঁধ দেখতে গেছি। উপজেলার প্রত্যেকটি বাঁধ রক্ষায় যত ধরনের সহযোগিতা প্রয়োজন উপজেলা পরিষদের পক্ষ থেকে আমরা করব।’
আরএম-০৮