সিলেট মিরর ডেস্ক
এপ্রিল ২০, ২০২২
০৩:২০ অপরাহ্ন
আপডেট : এপ্রিল ২০, ২০২২
০৩:২০ অপরাহ্ন
মল্লিকপুর এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়ের ভূমির মূল দলিল হস্তান্তর করা হয়েছে।
আজ বুধবার (২০ এপ্রিল) দুপুরে স্কুলের প্রধান শিক্ষক কামাল উদ্দিনের হাতে ভূমিদাতাদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দলিল তুলে দেন স্কুলের অন্যতম প্রতিষ্ঠাতা ছাতক উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া মাজকুর পাবেল ও চ্যানেল আই ও রেডিও টুডে'র সিলেট প্রতিনিধি সাদিকুর রহমান সাকী।
এসময় উপস্থিত ছিলেন ছাতক সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ মঈন উদ্দিন আহমেদ, দোয়ারাবাজার সরকারি কলেজের অধ্যক্ষ একরামুল হক, ছাতক জালালিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল আহাদ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিশ্বজিৎ দেবনাথ, ভুমিদাতা হাফিজ উদ্দিন, ভূমিদাতা আব্দুল মতলিব, ও ভুমিদাতা নোয়াব আলী, মুক্তার আলী, আশিক মিয়া, শিক্ষকবৃন্দ ও মল্লিকপুর গ্রামের মুরুব্বিয়ানরা উপস্থিত ছিলেন।
এএফ/০৬