সুনামগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ২৩, ২০২২
০৬:০৭ পূর্বাহ্ন
আপডেট : এপ্রিল ২৩, ২০২২
০৬:০৭ পূর্বাহ্ন
প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সাবেক অলরাউন্ডার ও ৯০ দশকের সুনামগঞ্জের ক্রিকেটাঙ্গনের প্রিয় মুখ কাউসার আলম তৈমুরের হত্যাকান্ডে সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জেলা স্টেডিয়ামের সামনে সাবেক ও বর্তমান ক্রিকেটারা এই মানববন্ধন করেন।
জেলা ক্রিকেট বিভাগের সম্পাদক রেজুয়ানুল হক রাজার সভাপত্বিতে ও প্যারামাউন্ট ক্রিকেট ক্লাবের সদস্য অ্যাড. এনাম আহমেদ এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর গোলাম সাবেরীন সাবু, জেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ আব্দুল্লাহ আল নোমান, জেলা আম্পায়ারার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশনের সভাপতি মো. দবির উদ্দিন, সাধারণ সম্পাদক অ্যাড. চৌধুরী আহমদ মুজতবা রাজী, সদস্য সামির পল্লব, ক্রীড়া সংগঠন জিএম তাশহীজ, অ্যাড. মাহবুবুল হাছান শাহীন প্রমুখ।
ঘন্টাব্যাপী মানববন্ধনে দাঁড়িয়ে সহপাঠী অ্যাড. মাহবুবুল হাছান শাহীন বলেন, এরকম বন্ধুর চলে যাওয়া কষ্টকর। সে পারিবারিক নৃশংতার শিকার হয়েছে। আর যেনো কোনো মানুষকে এরকম হত্যাকান্ডের শিকার না হতে হয়।
বক্তারা বলেন, ৯০ দশকের সুনামগঞ্জের ক্রিকেটাঙ্গনের প্রিয় মুখ কাউসার আলম তৈমুরকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। সুনামগঞ্জে তার বাবার চাকরি সূত্রে ৯০ দশকে অবস্থান করে ক্রীড়াঙ্গনের সঙ্গে জড়িয়ে পড়েন। বাবার বদলিজনিত কারণে ১৯৯৫ সালে ফেনিতে চলে যান তিনি। সেখানেই একজন দক্ষ ক্রীড়া সংগঠক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। তিনি সুনামগঞ্জ শহরের এইচএমপি উচ্চ বিদ্যালয়ের ৯৩ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
প্রসঙ্গত, ১০ তারিখ কাউসার আলম তৈমুর নিজ বাসায় স্ত্রীর দ্বারা হামলার শিকার হন। পরে ঢাকার শেখ হাসিনা বার্ন ইউনিটে ৬ দিন চিকিৎসাধীন থেকে ১৬ এপ্রিল মারা যান তিনি। মৃত্যুও সময় তার বয়স হয়েছিলো ৪৫ বছর।
এস আর/বি এন-০৪