আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এসআইয়ের

সিলেট মিরর ডেস্ক


মে ২১, ২০২২
০৬:৫১ পূর্বাহ্ন


আপডেট : মে ২১, ২০২২
০৫:৫৮ অপরাহ্ন



আসামি নিয়ে ফেরার পথে দুর্ঘটনায় প্রাণ গেল এসআইয়ের

মৌলভীবাজারের রাজনগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় সমীরণ (৪২) নামে পুলিশের এক উপ-পরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। এসময় পুলিশ ও আসামিসহ সাতজন আহত হয়েছেন। তবে তৎক্ষণাৎ তাদের পরিচয় জানা যায়নি।

শুক্রবার (২১ মে) রাতে আসামি ধরে থানায় ফেরার পথে উপজেলার মহাসহস্র গ্রামে পুলিশের ভ্যানগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এই দুর্ঘটনা ঘটে।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, রাতে আসামি ধরে ফেরার পথে রাজনগর-ফেঞ্চুগঞ্জ সড়কের লকুছের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। এতে এসআই সমীরণ নিহত হন। এসময় চার পুলিশ ও তিন আসামি আহত হয়েছেন। তাদেরকে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আরএম-০৩