টাইগারদের বড় হারের লজ্জা দিল আফগানরা

খেলা ডেস্ক


অক্টোবর ১৮, ২০২২
০৪:৫৭ পূর্বাহ্ন


আপডেট : অক্টোবর ১৮, ২০২২
০৪:৫৭ পূর্বাহ্ন



টাইগারদের বড় হারের লজ্জা দিল আফগানরা

ব্রিসবেনে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের দেওয়া ১৬১ রানের লক্ষ্য তাড়ায় নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৮ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। ৬২ রানের বড় জয় পেয়েছে মোহাম্মদ নবিরা।

লক্ষ্য তাড়ায় নেমে মাত্র ২৮ রানে ৫ উইকেট হারিয়ে শুরুতেই ম্যাচ থেকে ছিটকে পড়ে বাংলাদেশ। ৪৭ রানে আরও দুই উইকেট নিয়ে আফগানরা জানান দেয় ম্যাচ তাদেরই। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ব্যাটিং বিপর্যয় সামলে সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেনি সাকিবরা।

মেহেদী হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্তর উদ্বোধনী জুটিতে ১৯ রান সংগ্রহ করে দুই ওপেনার। নাজমুল হোসেন শান্ত ৯ বলে ১২ রান করে ফজল হক ফারুকীর বলে বোল্ড হয়ে যান।

এরপর ব্যাট করতে নেমে ৪ বল খেলে মাত্র ১ রান করেই বিদায় নেন সৌম্য সরকার। সাকিব আল হাসানও ৪ বল খেলে করেন ১ রান। আফিফ হোসেন ধ্রুবও অকার্যকর ইনিংস খেলে ফিরেছেন। সপ্তম ওভারের প্রথম বলে আফগান পেসার ফরিদ আহমেদের বলে আউট হয়ে যান ইয়াসির আলী রাব্বিও।

এর আগে টসে জয়ী আফগানিস্তান ২০ ওভারে ৭ উইকেটে ১৬০ রান তোলে। আফগান অধিনায়ক মোহাম্মদ নবি ব্যাট হাতে ঝোড়ো ইনিংস খেলেন। মাত্র ১৭ বলে নবি ৪১ রান হাঁকান। নবির এই ইনিংসে ছক্কা ছিল ৫টি। অথচ নবিকে মাত্র ১০ রানে ফেরানোর সুযোগ পেয়েছিল বাংলাদেশ। সাকিবের বলে নাজমুল হোসেন শান্ত সহজ সেই ক্যাচটা হাতে রাখতে পারেননি। সুযোগটা দারুণভাবে কাজে লাগান আফগান অধিনায়ক। শেষ দুই ওভারে চার ছক্কায় ৩৩ রান তুলে দলের স্কোরকে বড় অঙ্কে নিয়ে যায় আফগানিস্তান। মিডল অর্ডার ব্যাটসম্যান ইব্রাহিম জাদরানও ব্যাট হাতে প্রস্তুতিটা ভালোই সেরে নেন। দলের হয়ে সর্বোচ্চ ৪৬ রান করেন জাদরান। 

তাসকিন ৪ ওভারে ৩০ রান খরচায় পান ৩ উইকেট। দুটি উইকেট শিকার করেন সাকিব। মুস্তাফিজ এই ম্যাচে কোনো উইকেট পাননি। ৪ ওভারে তিনি রান দেন ৩১। 


এসই/০৪