বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

খেলা ডেস্ক


অক্টোবর ১৯, ২০২২
০৩:০৩ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ১৯, ২০২২
০৩:০৩ অপরাহ্ন



বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রস্তুতি ম্যাচ পরিত্যক্ত

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সরাসরি সুপার টুয়েলভে খেলবে বাংলাদেশ। মূল লড়াইয়ে নামার আগে আজ ছিল টাইগারদের শেষ প্রস্তুতি ম্যাচ। কিন্তু মাঠে নামার সুযোগই পেলেন না সাকিব আল হাসানরা। বৃষ্টির কারণে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রস্তুতি ম্যাচটি পরিত্যক্ত হয়েছে।

ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ডে বৃষ্টির শঙ্কা ছিল আগেই। শেষ পর্যন্ত অপেক্ষা করেও ম্যাচ শুরু করা সম্ভব হয়নি। তাই টসের আগেই ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা। প্রথম প্রস্তুতি ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বাজেভাবে হেরেছিল বাংলাদেশ।

আফগানিস্তানের দেওয়া ১৬১ রানের জবাবে ২০ ওভারে বাংলাদেশ মাত্র ৯৮ রান করতে সমর্থ হয়েছিল। ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন সাকিব আল হাসান, আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, সৌম্য সরকাররা। মেহেদী হাসান মিরাজ ১৬ রান করলেও খেলেন ৩১ বল। মোসাদ্দেক হোসেন সৈকত করেছিলেন ৩৩ বলে ২৯।

সুপার টুয়েলভে বাংলাদেশের প্রথম ম্যাচ ২৪ অক্টোবর। বাছাইপর্ব থেকে পেরিয়ে আসা দলের সঙ্গে খেলবে সাকিববাহিনী।

আরএম-০৩