তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক


অক্টোবর ২৪, ২০২২
০৪:৩০ অপরাহ্ন


আপডেট : অক্টোবর ২৪, ২০২২
১১:০৫ অপরাহ্ন



তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে নেদারল্যান্ডসকে হারাল বাংলাদেশ
টি-টোয়েন্টি বিশ্বকাপ


ডানহাতি পেসারের তাসকিনের ক্যারিয়ারসেরা বোলিংয়ে নেদারল্যান্ডসকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের মূলপর্বে প্রথম জয় পেল বাংলাদেশ। তাসকিন ৪ ওভারে ২৫ রান দিয়ে পান ৪ উইকেট। তাসকিনের এই বোলিং ফিগারে নেদারল্যান্ডসের জয়যাত্রার স্বপ্ন পুড়ে ছারখার। এই সংস্করণে এটাই ডানহাতি পেসারের ক্যারিয়ারসেরা বোলিং। এতদিন সেরা বোলিং ফিগার ছিল ১২ রানে ২ উইকেট।

হোবার্টের বেলেরিভ ওভালে টি-টোয়েন্টি বিশ্বকাপে আজ সোমবার ডাচদের ৯ রানে হারিয়েছে বাংলাদেশ। কম পুঁজি নিয়েও মূলত ম্যাচ বাংলাদেশের নিয়ন্ত্রণে এনে দেন তাসকিন। বোলিং দিয়ে তাঁর গড়ে দেওয়া পথেই জয়ের গল্প লিখে বাংলাদেশ। 

নাহলে বাংলাদেশের ব্যাটিংটা ছিল বরাবরের মতোই হতাশার। নিয়মিত আসা-যাওয়ার মিছিলে ৮ উইকেটে মাত্র ১৪৪ রান সংগ্রহ করে বাংলাদেশ। সেখান থেকে বাংলাদেশকে বোলিং দিয়ে পথ দেখান তাসকিন।

বোলিংয়ের শুরুতেই তুলে নেন জোড়া উইকেট। তাতেই মূলত ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় বাংলাদেশ। তাসকিনের সঙ্গে বল হাতে ভূমিকা রেখেছেন হাসান মাহমুদও। তাতে ১৫ বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে জিততে পারল লাল-সবুজের দল। 

সবশেষ ২০০৭ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচেই জিতেছিল বাংলাদেশ। এতদিন পর্যন্ত সেটিই ছিল মূল পর্বে তাদের একমাত্র জয়। দেড় দশকের দীর্ঘ অপেক্ষার পর এবার দ্বিতীয় জয়ের দেখা পেল বাংলাদেশ।

আজ সোমবার বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডসের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৪ রান করেছে বাংলাদেশ। দলের পক্ষে সর্বোচ্চ ৩৮ রান করেছেন আফিফ হোসেন। জবাব দিতে নেমে ১৩৫ রানে থেমেছে নেদারল্যান্ডস।

এএন/০১