সিলেট মিরর ডেস্ক
নভেম্বর ১৪, ২০২২
০৫:১২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৪, ২০২২
০৫:১২ পূর্বাহ্ন
স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস.এম জিলানী বলেছেন, `আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে যাতে কেউ কথা বলতে না পারে এবং নেতাকর্মীদের মাঝে ভীতি সৃষ্টি হয়, সে উদ্দেশ্যে এই হত্যাকান্ড ঘটানো হচ্ছে। জিয়ার সৈনিকদের হত্যা করে ফ্যাসিবাদী দুঃশাসনের পতন ঠেকানো যাবেনা।’
তিনি বলেন, ‘নুরে আলম তানু ভুইয়া ও আ ফ ম কামাল রাজপথের সাহসী যোদ্ধা। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে সামিল হয়ে তিনি কয়েকবার কারাবরণ করেছেন। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যারা সাহসী যোদ্ধা তাদেরকে পরিকল্পিতভাবে হত্যা করা হচ্ছে। সেই ধারাবাহিকতায় নুরে আলম তানুর ও আফম কামালকেও হত্যা করা হয়েছে ‘
রবিবার বিকেলে সিলেটে মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসএম জিলানী এসব কথা বলেন।
বাগেরহাট জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরে আলম ভুইয়া তানুর ও সিলেট জেলা বিএনপি নেতা আ.ফ.ম কামাল হত্যার প্রতিবাদে সিলেট জেলা ও মহানগর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠ থেকে শুরু হয়ে নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জিন্দাবাজার পয়েন্টে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।
সমাবেশে এস এম জিলানী বলেন, ‘জনগণকে কাবু করতে, জনগণের অর্থনৈতিক ও রাজনৈতিক দাবির আন্দোলনকে ধ্বংস করতে অবৈধ শাসকগোষ্ঠী হত্যা ও গুমের মতো কর্মসূচি বেছে নিয়েছে। বর্তমান শাসকদল অরাজকতা, হিংসা, হত্যা ও গুমের মতো ঘটনায় বাংলাদেশের পরিচিতিকে কলঙ্কিত করেছে। তাই দেশে স্থিতিশীলতা ফেরাতে এই সরকারকে ক্ষমতা থেকে বিতাড়িত করার কোন বিকল্প নেই। সকলকে ঐক্যবদ্ধভাবে এই বাকশালী সরকারের বিরুদ্ধে রাস্তায় নামতে হবে।’
সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুল হক চৌধুরীর সভাপতিত্বে, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মোর্শেদ ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফসর খাঁনের যৌথ পরিচালনায় এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল আহাদ খান জামাল, মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি স্বাগত কিশোর দাস, সাধারণ সম্পাদক জি.এম মুক্তাদির রাজু, হবিগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরুল হক শরিফ, সাধারণ সম্পাদক সৈয়দ মুসফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সামসুজ্জামান, সাধারণ সম্পাদক মুনজির আহমদ। সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ, আব্দুল মুনিম, আলী মোহাম্মদ নুরুল হুদা দিপু, দোলোয়ার হোসেন চৌধুরী, আহছান মাহবুব, তোফায়েল চৌধুরী উজ্জল, আব্দুর রউফ, সৈয়দ সারোয়ার রেজা, কাওছার মাহমুদ সুমন, টিটন মল্লিক, রায়হানুল হক, জাহাঙ্গীর মিয়া। সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক আব্দুস সামাদ তুহেল, মাছুম ইবনে রাজ্জাক রুমেল, আবু আহাদ আনসারী, আবু সালেহ মোহাম্মদ তাহের, মুবিনুল হক রাহি, আব্দুল হাসিম জাকারিয়া, রুনু আহমদ, সৈয়দ আমির আলী, উসমান হারুন পনির, সায়াদ হোসেন সুজন, আজিজ খান সজিব, আবুল কালাম সাহেদ, সদস্য- কামরুজ্জামান দিপু, বেলাল আহমদ, তছির আলী, মিছবাহ আহমদ জেহিন, সৈয়দ আমিরুল হক সলিট, আবির হাসান মুহিন, শফিকুর রহমান, দুলাল আহমদ, গোলাম রব্বানী, আব্দুস সামাদ, ইবনে জাহান তানভির, নুরুল হক মাছুম, রায়হান আহমদ, জিয়াউর রহমান, সালাহ উদ্দিন.শামীম আহমদ প্রমুখ।
এএফ/০১