শহীদ আহমদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ
নভেম্বর ১৫, ২০২২
০১:৫২ পূর্বাহ্ন
আপডেট : নভেম্বর ১৫, ২০২২
০১:৫২ পূর্বাহ্ন
সিলেটে বিএনপির গন সমাবেশ কে সামনে রেখে বেশ চাঙ্গা হয়েছে উঠেছে ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপি। সমাবেশ সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে উপজেলা বিএনপি সংগঠন ও অঙ্গসংগঠনের নেতা কর্মিরা। সমাবেশে সফল করতে ও লোক সমাবেশ যাতে বাড়ানো ও মানুষের আস্থা অর্জন করা যায় সেজন্য প্রচার পত্র বিলি করা হচ্ছে প্রতিটি ইউনিয়ন, ওয়ার্ডের হাঠে বাজারে বাজারে।
বাদ যাচ্ছে না কোন বাস ট্রাক অটোচালক, রিক্সা চালক, দিন মজুর যুবক,বৃদ্ধ সহ সর্বস্হরের জনতাকে প্রচার পত্র তুলে দিচ্ছেন নেতা কর্মিরা।
সেই সাথে সমাবেশে যেনো তারা যোগদান করে সফল করেন তাও বলা হচ্ছে।
ফেঞ্চুগঞ্জ উপজেলায় সর্বত্র এখন একটাই আলাপ সেটা হলো ১৯ নভেম্বরের সমাবেশে কতটা লোক সমাগম হয় তা নিয়ে হোঠেল, চা য়ের দোকানে একি আলাপ।
সরজমিনে ঘুরে দেখা যায় উপজেলা বিএনপি ও তাদের অংঙ্গ সংগঠন সমাবেশ সফল করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। প্রতিদিন কোন না কোন এলাকায় প্রচার পত্র বিলি করে যাচ্ছেন। এতে সাধারণ মানুষের মাঝে ও বেশ আগ্রহ দেখা গেছে। মানিকগঞ্জ বাজারের সিএনজি চালক নুর আলম বলেন যেভাবে জিনিসপত্রের দাম তা আমাদের আয় দিয়ে আর পোষায় না। সেদিকে তাদের সমাবেশ যৌক্তিক।
দিন মজুর রাজু মিয়া বলেন তাদের সামাবেশে আমি ও যোগদান করবো। আমাদের আয়ের চেয়ে খরছ বেশি তাই সরকারকে তা বোঝাতে সামাবেশে সকলের যাওয়া উচিত।
চাল ডাল,জ্বালানী তেল, গ্যাস- বিদ্যৎ,সার সহ নিত্যাপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি,দূর্নীতি -সহ নির্দলীয় নিরপেক্ষ সরকারের দাবীতে গন সমাবেশ করে যাচ্ছে বিএনপি।তারই ধারাবাহিকতায় সিলেট অালীয়া মাদ্রাসা মাঠে অনুষ্টিত হবে এই সমাবেশ। তা সফল করতে দলের অংঙ্গ সংগঠনের নেতা কর্মিরা কাজ করে যাচ্ছেন।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক এস এম তসলিম আহমদ নেহার বলেন সরকার দেশকে দেউলিয়া করে ফেলেছে। দেশে এখন মানুষের মাঝে হাহাকার বিরাজ করছে।জিনিসপত্রের দামে মানুষ আজ দুর্বিষহ জীবন যাপন করছে।বিদ্যুৎ নেই,গ্যাস নেই মানুষের কথা বলার অধিকার নেই, তারই প্রতিবাদে বিএনপি তার সংগঠন একের পর এক সমাবেশ করে সাধারন মানুষের কথা বলছে।
তিনি আর বলেন কোন নীল নকশা করে সমাবেশ বন্ধ করা যাবে না।
ফেঞ্চুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ওয়াহিদুজ্জামান চৌধুরী সফি বলেন সমাবেশ সফল করতে আমরা কাজ করে যাচ্ছি।আমাদের এই সমাবেশ সাধারন মানুষের জন্য।যে হারে আজ জিনিসপত্রের দাম মানুষ ঠিক মতো ভাত খেতে পারে না। বিদ্যুৎ সংকটে ছাত্ররা লেখাপড়া করতে পারে না। আমাদের নেতা কর্মিদের উপর একের পর এক মামলা হামলা করা হচ্ছে। আমাদের নেতৃ বন্দী রয়েছেন।তারই প্রতিবাদে আমাদের সমাবেশে।
এসই/০২