ডেনমার্ককে রুখে দিল তিউনিসিয়া

খেলা ডেস্ক


নভেম্বর ২২, ২০২২
০৯:০৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২২
০৯:০৭ অপরাহ্ন



ডেনমার্ককে রুখে দিল তিউনিসিয়া

আক্রমণ-পাল্টা আক্রমণে লড়াই হলো জমজমাট। দুই দলই পেল দারুণ কিছু সুযোগ। দেয়াল হয়ে দাঁড়ালেন দুই দলের গোলরক্ষক। বাধ সাধল পোস্টও। ডেনমার্ককে রুখে দিয়ে মূল্যবান পয়েন্ট তুলে নিল তিউনিসিয়া।

আল রাইয়ানের এডুকেশন সিটি স্টেডিয়ামে মঙ্গলবার বিশ্বকাপের ‘ডি’ গ্রুপের ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।

আসরে এই প্রথম কোনো ম্যাচে গোল হলো না।

বল দখলে শুরুতে দুই দল প্রায় সমানে-সমান থাকলেও আক্রমণে এগিয়ে ছিল ডেনমার্ক। একাদশ মিনিটে অবশ্য বিপদে পড়তে বসেছিল তারা। তিউনিসিয়ার মিডফিল্ডার মোহামেদ দ্রাগারের শট ডেনিশ ডিফেন্ডার আন্দ্রেয়াস ক্রিস্তেনসেনের গায়ে লেগে পোস্টের সামান্য বাইরে দিয়ে যায়।

২৪তম মিনিটে নিজেদের অর্ধ থেকে সতীর্থের লম্বা করে বাড়ানো বল ধরে বক্সে ঢুকে বল ডেনমার্কের জালে পাঠান ইসাম জেবালি। তবে অফসাইডের পতাকা তোলেন লাইন্সম্যান।

৩৪তম মিনিটে দূর থেকে পিয়া-এমিল হয়বিয়ার শট ঠেকান তিউনিসিয়ার গোলরক্ষক আয়মান দাহমান।

৪৩তম মিনিটে কাসপের স্মাইকেলের দৃঢ়তায় বেঁচে যায় ডেনমার্ক। সতীর্থের পাস বক্সে পাওয়া জেবালির সামনে একমাত্র বাধা ছিল গোলরক্ষক। তার চিপ শট এগিয়ে এসে এক হাতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন স্মাইকেল।


এএফ/০৭