ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিট

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২২, ২০২২
০৯:১১ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২২, ২০২২
০৯:১১ অপরাহ্ন



ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের মধ্যে ব্যাপক মারপিট


দু’দলের সমর্থকরাই নিজেদের দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন। সেখানেই সমর্থকদের মধ্যে ঝামেলা লাগে। লোহার রড নিয়ে একে অপরের বিরুদ্ধে চড়াও হন।

সোমবার বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে নেমে হেরে গিয়েছেন লিওনেল মেসিরা। দু’দিন পরে নামতে চলেছে ব্রাজিল। মেসিদের ম্যাচের আগেই এই দুই দেশের সমর্থকের মধ্যে মারামারি লেগে গেল ভারতের কেরলে। কোল্লাম জেলার ঘটনা। ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, রবিবার ওই ঘটনা ঘটেছে। দু’দলের সমর্থকরাই নিজেদের দলের সমর্থনে রাস্তায় মিছিল বের করেছিলেন। সেখানেই সমর্থকদের মধ্যে ঝামেলা লাগে। লোহার রড নিয়ে দুই দলের সমর্থকরা একে অপরের দিকে তেড়ে যান। ব্যাপক মারামারি, হাতাহাতি হয়। ঘটনা দেখে দৌড়ে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের মধ্যস্থতাতেই বিষয়টি থেমে যায়। তবে গোটা ঘটনায় জখম হয়েছে দু’দলেরই সমর্থক।

পুলিশ অবশ্য গোটা ঘটনায় কোনও কেস দায়ের করেনি। কারণ কোনও পক্ষই অভিযোগ জানায়নি। তবে যিনি সেই ঘটনার ভিডিয়ো তুলে সমাজমাধ্যমে ভাইরাল করে দিয়েছেন, তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে চলেছে। পুলিশের দাবি, সেই ভিডিয়ো দেখে অন্যত্র সমর্থকদের মধ্যে ঝামেলা হতে পারে। টুইটার থেকে সেই ভিডিয়ো সরিয়ে নেওয়ার তোড়জোড় শুরু হয়েছে।

কেরল এমনিতেই ফুটবল পাগল। মাল্লাপুরমে দুই দেশের সমর্থকরা মেসি এবং নেমারের বিরাট আকারের কাটআউট একটি নদীতে লাগিয়েছিলেন। বিশ্বকাপের সময় গোটা রাজ্য জুড়েই চরমে থাকে উন্মাদনা। মারামারিও নতুন ঘটনা নয়।

এএন/০২