রাফিনহার মতে, নেইমারের জন্ম ভুল দেশে

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৬, ২০২২
০৪:১৭ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২২
০৪:১৭ অপরাহ্ন



রাফিনহার মতে, নেইমারের জন্ম ভুল দেশে

আরও একটা একটা বিশ্বকাপ, পুরনো সেই চোট, আবারও নেইমার। আট বছর আগে ঘরের মাঠের বিশ্ব মঞ্চে চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন টুর্নামেন্ট থেকে। এবার কাতারে প্রথম ম্যাচেই চোট পেয়েছেন। খেলতে পারবেন না গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে। তাই সুইজার‌ল্যান্ডের বিপক্ষে নেইমারকে দেখা যাবে না ব্রাজিলের জার্সিতে।

এই তথ্য নিশ্চিতের পর নেইমার ইনস্টাগ্রামে পোস্ট করে লিখেছেন, ‘ঈশ্বর যদি আমাকে জন্মের জন্য একটি দেশ বেছে নেওয়ার সুযোগ দেন তবে সেটা হবে ব্রাজিল।’ কিন্তু তার সতীর্থ রাফিনহার মতে নেইমারের ক্যারিয়ারের বড় ত্রুটি, সে ভুল দেশে জন্ম নিয়েছে।

রাফিনহা ইনস্টাগ্রামে লিখেছেন: ‘আর্জেন্টিনা সমর্থকরা মেসিকে ঈশ্বরের মতো দেখে। পর্তুগাল সমর্থকরা রোনালদোকে রাজার মতো শ্রদ্ধা করে। কিন্তু ব্রাজিল সমর্থকরা নেইমারের পা ভাঙতে উৎসাহিত করে। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বড় ভুল ব্রাজিলে জন্ম নেওয়া, এই দেশটি তার প্রতিভা মূল্যায়নের জন্য যোগ্য নয়।’

ব্রাজিল ভক্তরা কেন নেইমারের পা ভাঙতে চান সেটা হয়তো অজানাই থাকবে, তবে রাফিনহা বিশ্বাস করেন যে তারকারা তার দেশে পূজনীয় নন। ইনস্টাতে তিনি আরও লিখেন, ‘যদি নেইমার দ্রুত সেরে উঠে চেনা ছন্দে মাঠে ফিরে আসে। পাশাপাশি কাতার বিশ্বকাপে ব্রাজিলকে গৌরাবান্বিত করতে পারে, আমি নিশ্চিত তার প্রতি সবার মনোভাব তখনই পরিবর্তন হবে।’

এএফ/০3