তিউনিশিয়াকে হারিয়ে টিকে রইল অস্ট্রেলিয়া

সিলেট মিরর ডেস্ক


নভেম্বর ২৬, ২০২২
০৬:৫৬ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৬, ২০২২
০৭:০১ অপরাহ্ন



তিউনিশিয়াকে হারিয়ে টিকে রইল অস্ট্রেলিয়া

মিচেল ডিউকের একমাত্র গোলে তিউনিশিয়াকে হারায় অস্ট্রেলিয়া।


কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে ৪-১ গোলে হেরে ব্যাকফুটে চলে যায় অস্ট্রেলিয়া। শনিবার নিজেদের দ্বিতীয় ম্যাচে তিউনিশিয়াকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডের দৌড়ে টিকে রইল ওশেনিয়ার দলটি। 

শনিবার কাতারের আল জনৌব স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া হয়ে খেলে দুই দল। খেলার ২৩তম মিনিটে মিচেল ডিউকের গোলে ১-০তে এগিয়ে যায় অস্ট্রেলিয়া। প্রধমার্ধে আর কোনো গোল হয়নি। 

বিরতির পর গোল পরিশোধে মরিয়া হয়ে ওঠে তিউনিশিয়া। অনেক চেষ্টা করেও সেই গোল আর পরিশোধ করতে না পারায় ১-০ গোলের জয়ে ম্যাচ শেষ করে অস্ট্রেলিয়া। 

এর আগে নিজেদের প্রথম ম্যাচে ফ্রান্সের বিপক্ষে শুরুতে লিড নিয়েও শেষপর্যন্ত হেরে যায় অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ম্যাচের পুরোটা সময় আক্রমণের পাশাপাশি নিশ্ছিদ্র রক্ষণভাগ নিশ্চিত করেছে। গ্রাহাম আরনল্ডের শিষ্যদের এই জয়ে জমে উঠেছে ডি গ্রুপের লড়াই। ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন টেবিলের দুই নম্বরে। প্রথম ম্যাচে বড় জয়ে গ্রুপের শীর্ষে ফ্রান্স। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে তলানিতে পড়ে আছে তিউনিশিয়া। এই হারে কার্যত বিদায় ঘন্টা বেজে গেছে তিউনিশিয়ার। ৩০ নভেম্বর রাত ৯টায় গ্রুপপর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। একই সময়ে অস্ট্রেলিয়া মোকাবেলা করবে ডেনমার্ককে।

এএন/০১