বিশ্বকাপের শেষ ষোলোতে উঠতে কোন দলের কী সমীকরণ

খেলা ডেস্ক


নভেম্বর ২৯, ২০২২
০৮:৩৫ অপরাহ্ন


আপডেট : নভেম্বর ২৯, ২০২২
০৮:৩৫ অপরাহ্ন



বিশ্বকাপের শেষ ষোলোতে উঠতে কোন দলের কী সমীকরণ


‘এ’ ও ‘বি’ গ্রুপ থেকে কারা দ্বিতীয় রাউন্ডে যাবে, তা নিশ্চিত হবে আজ। কাতার ছাড়া দুই গ্রুপের অন্য সাতটি দলেরই সম্ভাবনা আছে নকআউট পর্বে ওঠার। 


আজ মুখোমুখি 

নেদারল্যান্ডস-কাতার

ইকুয়েডর-সেনেগাল

ওয়েলস-ইংল্যান্ড

ইরান-যুক্তরাষ্ট্র


শেষ ষোলোর সমীকরণ

• কাতারের বিপক্ষে জিতলে বা ড্র করলেই নেদারল্যান্ডস চলে যাবে শেষ ষোলোতে। হেরেও ডাচরা শেষ ষোলোতে খেলতে পারে, যদি অন্য ম্যাচে ইকুয়েডর হারিয়ে দেয় সেনেগালকে।

• পরের রাউন্ডে খেলতে হলে ইকুয়েডরকে আজ সেনেগালের বিপক্ষে জিততে বা ড্র করতে হবে। হেরেও শেষ ষোলোতে যাওয়ার সুযোগ থাকবে যদি অন্য ম্যাচে কাতার নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়। তখন গোল ব্যবধানের হিসাব আসবে।

• সেনেগাল জিতলে পরের রাউন্ডে চলে যাবে। ড্র করলেও সেনেগালের সুযোগ থাকবে, যদি অন্য ম্যাচে কাতার নেদারল্যান্ডসকে হারিয়ে দেয়। তখন গোল ব্যবধানের হিসাব আসবে।