সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ০৭, ২০২২
১০:৩৮ অপরাহ্ন
আপডেট : ডিসেম্বর ০৮, ২০২২
০১:৩৮ পূর্বাহ্ন
বিএনপির প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুইয়া জুয়েলকে আটক করেছে পুলিশ।
আজ বুধবার বিকেল (৭ ডিসেম্বর) সাড়ে ৪টার দিকে দুজনকে আটক করা হয়।
এর আগে নয়াপল্টনে বুধবার বিকেল পৌনে ৩টার দিকে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। এ সময় টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ।
পরে বিএনপি কার্যালয়ে ঢুকে তল্লাশি শুরু করে পুলিশ। এ সময় শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী এবং আব্দুল কাদের ভুইয়া জুয়েলসহ নেতাকর্মীদের আটক করা হয়।
এএফ/০৪