সিলেট মিরর ডেস্ক
ডিসেম্বর ২০, ২০২২
০১:৩৯ পূর্বাহ্ন
আপডেট : ডিসেম্বর ২০, ২০২২
০১:৩৯ পূর্বাহ্ন
একাদশ সংসদের ২১তম অধিবেশন আগামী ৫ জানুয়ারি শুরু হবে। এই অধিবেশন শীতকালীন নামেও পরিচিত।
আগামী ৫ জানুয়ারি (বৃহস্পিতবার) বিকেল ৪টায় জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অধিবেশন শুরু হবে। তার আগে বিকেল ৩টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সীমা নির্ধারিত হবে।
আজ সোমবার (১৯ ডিসেম্বর) বিকেলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।
অধিবেশনের শুরুতে রাষ্ট্রপতি ভাষণ দেবেন। এসময় সরকারের বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরবেন রাষ্ট্রপতি। পরে রাষ্ট্রপতির ভাষণের ওপর দীর্ঘ আলোচনা অনুষ্ঠিত হবে। সরকারি দল ও বিরোধী দলসহ সকল দলের সংসদ সদস্যরা ভাষণে অংশ নেবেন।
এএফ/০৫