সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ১৩, ২০২৩
১২:৩৬ পূর্বাহ্ন
আপডেট : জানুয়ারি ১৩, ২০২৩
০৩:২৬ পূর্বাহ্ন
বিদ্যুতের দাম ৫ শতাংশ বাড়িয়ে গেজেট প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।
আজ বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় দাম বাড়িয়ে গেজেট প্রকাশ করা হয়।
গত ৮ জানুয়ারি সঞ্চালন সংস্থা ও বিতরণ কোম্পানিগুলোর দেওয়া বিদ্যুতের দাম বৃদ্ধির প্রস্তাবের ওপর গণশুনানি করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি।
গণশুনানি শেষে বিইআরসির কারিগরি কমিটি ইউনিট প্রতি এক টাকা ২১ পয়সা বাড়ানোর সুপারিশ করে।
এএফ/০২