নতুন কূপে গ্যাস, দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৩, ২০২৩
০৮:২৩ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৩, ২০২৩
০৮:২৩ অপরাহ্ন



নতুন কূপে গ্যাস, দৈনিক মিলবে ২ কোটি ঘনফুট

ছবি- প্রতীকি

ভোলা নর্থ-২ কূপে গ্যাস পাওয়া গেছে। রাষ্ট্রীয় কোম্পানি বাপেক্সের মালিকানাধীন এই গ্যাসক্ষেত্রে এটি দ্বিতীয় কূপ। এর আগে ভোলা নর্থ ১ কূপে ২০১৮ সালে গ্যাস পাওয়া যায়।

বাপেক্সের তত্ত্বাবধানে ভোলা নর্থ-২ কূপ খনন করছে রাশিয়ার রাষ্ট্রীয় কোম্পানি গ্যাজপ্রম। গত ডিসেম্বরে এখানে কূপ খনন কাজ শুরু হয়। কূপটি থেকে দিনে ২ কোটি ঘনফুট গ্যাস উত্তোলন করা সম্ভব হবে বলে আশা করছে পেট্রোবাংলা।

চাহিদা না থাকায় অবকাঠামো থাকা সত্ত্বেও ভোলা নর্থ গ্যাসক্ষেত্র থেকে গ্যাস তোলা হচ্ছে না। তবে জ্বালানি সংকটের সময় এই গ্যাস সিএনজি আকারে ঢাকাসহ দেশের অন্য অঞ্চলে সরবরাহের পরিকল্পনা নিয়ে কাজ করছে জ্বালানি বিভাগ। 


এএফ/০৩