সিলেট মিরর ডেস্ক
জানুয়ারি ২৩, ২০২৩
০১:২৬ অপরাহ্ন
আপডেট : জানুয়ারি ২৩, ২০২৩
০১:২৬ অপরাহ্ন
- ফাইল ছবি
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় করা হত্যা, নাশকতা ও রাষ্ট্রদ্রোহসহ ১১ মামলার অভিযোগ গঠনের ওপর শুনানি ফের পিছিয়ে আগামী ১৫ মে দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের করা আবেদনের প্রেক্ষিতে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের ভেতরে স্থাপিত ঢাকা মহানগর দায়রা জজ কেএম আছাদুজ্জামান আজ সোমবার এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি তাপস কুমার পাল।
এ দিন মামলার চার্জ গঠনের ওপর শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু খালেদা জিয়ার পক্ষে অধিকাংশ মামলার কার্যক্রম উচ্চ আদালতে স্থগিত থাকায় ফের সময় আবেদন করেন তার আইনজীবীরা। আদালত সময় মঞ্জুর করে পরবর্তী দিন নির্ধারণ করেন। খালেদা জিয়া এসব মামলায় জামিনে আছেন।
মামলাগুলোর মধ্যে রয়েছে রাজধানীর দারুস সালাম থানায় করা নাশকতার আটটি, যাত্রাবাড়ী থানার দুটি ও রাষ্ট্রদ্রোহের একটি মামলা। হাইকোর্টে খালেদা জিয়ার পক্ষে এ সব মামলার কার্যক্রম স্থগিত রয়েছে।
এএফ/০৩