বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র— দাবি মার্কিন রাষ্ট্রদূতের

সিলেট মিরর ডেস্ক


জানুয়ারি ২৮, ২০২৬
০২:৩০ অপরাহ্ন


আপডেট : জানুয়ারি ২৮, ২০২৬
০২:৩০ অপরাহ্ন



বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র— দাবি মার্কিন রাষ্ট্রদূতের

বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষ নেবে না যুক্তরাষ্ট্র— দাবি মার্কিন রাষ্ট্রদূতের


বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যুক্তরাষ্ট্র কারও পক্ষ নিচ্ছে না, দেশটি জনগণের পক্ষে— এমন দাবি করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন।

বুধবার (২৮ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এই দাবি করেন। সিইসির সঙ্গে বৈঠকে মার্কিন রাষ্ট্রদূতের নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদল কমিশনে আসেন। প্রতিনিধি দলের অপর দুই সদস্য হলেন ঢাকার মার্কিন দূতাবাসের রাজনৈতিক কর্মকর্তা জেমস স্টুয়ার্ট ও শেন স্যান্ডার্স।

এ সময় মার্কিন রাষ্ট্রদূত বলেছেন, সামনের নির্বাচন নিয়ে খুবই আগ্রহী। ভোটের বিষয়ে সিইসির সাথে কথা বলেছি। সিইসির মতো আমিও আশাবাদী উৎসবমুখর নির্বাচন নিয়ে।

নির্বাচিত সরকারে যারাই আসুক না কেন, তাদের সঙ্গে যুক্তরাষ্ট্র কাজ করবে— এমনটা জানান ব্রেন্ট ক্রিস্টেনসেন।

এদিকে, ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ ব্রিফিংয়ে বলেছেন, মার্কিন রাষ্ট্রদূত সার্বিক ব্যবস্থাপনা নিয়ে জেনেছেন। তার বেশি আগ্রহ ছিল পোস্টাল ব্যালট নিয়ে। তাকে বিস্তারিত জানানো হয়েছে। তিনি বলেছেন এটি জটিল ও কষ্টসাধ্য ব্যাপার।

ব্রেন্ট ক্রিস্টেনসেন ভোটের আচরণবিধি, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটেকন্দ্র ও যাতাযাতের ব্যবস্থা নিয়েও জানতে চান।

ইসি সচিব এ সময় উল্লেখ করেন, মার্কিন দূতাবাস থেকে তারা ঢাকা, সিলেট, চট্টগ্রাম ও খুলনায় তাদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণে যাবেন, অনানুষ্ঠানিকভাবে। এরপর তারা সিনেটে রিপোর্ট করবেন। তালিকাভুক্ত পর্যবেক্ষকদের মধ্যে তারা থাকবেন না।

জিসি / ০১