সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ০২, ২০২৩
১১:৪৩ অপরাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ০৩, ২০২৩
০৩:৪৫ পূর্বাহ্ন
দাম বাড়ল তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি)। জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১ হাজার ২৩২ টাকা, ফেব্রুয়ারি মাসে তা বেড়ে হয়েছে ১ হাজার ৪৯৮ টাকা।
আজ বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এই দাম ঘোষণা করেছে। বর্ধিত এই দাম আজ সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
যদিও বাজারে আগে থেকেই ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৬০০ থেকে ১ হাজার ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।
এএফ/০২