সিলেট মিরর ডেস্ক
ফেব্রুয়ারি ১৪, ২০২৩
০২:২৩ পূর্বাহ্ন
আপডেট : ফেব্রুয়ারি ১৫, ২০২৩
০১:০০ পূর্বাহ্ন
অর্থ বিভাগ রবিবার (১২ ফেব্রুয়ারি) এক প্রজ্ঞাপনে জানিয়েছে সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা কর্তৃপক্ষ গঠন করা হয়েছে। সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর করা হবে।
এর আগে, ৩১ জানুয়ারি রাষ্ট্রপতি আবদুল হামিদ সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা আইন, ২০২৩–এর অনুমোদন দেন। তখনই যত দ্রুত সম্ভব কর্তৃপক্ষ গঠনের বিষয়টি জানানো হয়েছিল। এ দফায় তা বাস্তবায়ন করা হলো।
আইন অনুযায়ী, বিষয়টি নাগরিকদের জন্য বাধ্যতামূলক থাকবে না। ১৮ বা তার বেশি বয়সী নাগরিকরা সর্বজনীন পেনশন অংশ নিতে পারবেন। পঞ্চাশোর্ধ্বরাও বিশেষ বিবেচনায় সুযোগ পাবেন। প্রবাসী কর্মীরাও অংশ নেওয়ার সুযোগ পাবেন। এছাড়াও আপাতত, সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরতরা সর্বজনীন পেনশন ব্যবস্থার আওতায় আসবেন না।
যারা অবসরের পর পেনশন সুবিধা পান তাদেরকে সাময়িকভাবে সর্বজনীন পেনশনের আওতার বাইরে রাখা হয়েছে।
তবে, যে কোনো সরকারি-আধা সরকারি-স্বায়ত্তশাসিত-বেসরকারি প্রতিষ্ঠান পেনশন কার্যক্রমে অংশ নিতে পারবে। সেক্ষেত্রে কর্মী ও প্রতিষ্ঠানের চাঁদার হার পেনশন কর্তৃপক্ষ নির্ধারণ করে দেবে।
প্রসঙ্গত, সবার জন্য পেনশন চালু করা ক্ষমতাসীন আওয়ামী লীগের নির্বাচনি প্রতিশ্রুতি ছিল। ২০১৭-১৮ অর্থবছর থেকে অর্থমন্ত্রীরা প্রতি বাজেটেই এ ব্যাপারে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। সর্বশেষ ২০২২ সালের ফেব্রুয়ারিতে ‘সর্বজনীন পেনশন ব্যবস্থা’ চালুর বিষয়ে একটি কৌশলপত্র প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করে অর্থ বিভাগ। তার ধারাবাহিকতায় ২২ আগস্ট সর্বজনীন পেনশন ব্যবস্থাপনা বিল সংসদে ওঠে। এ আইনে জাতীয় পরিচয়পত্রকে ভিত্তি ধরে সর্বজনীন পেনশনের আওতায় আনার কথা বলা হয়েছে।
এএফ/০৭